ওই পুব আকাশে ধর্ম ওড়ে
রক্তে রাঙা মা,
আখি হইতে অশ্রু ঝড়ে
শহর হইতে গাঁ।

ধর্ম নাকি শান্তি খোঁজে
ঘুচিয়ে অশ্রু জল,
তবে হিংসা কেনো এ সমাজে
জবাব দিতে বল।

সংখ্যালঘু নীচু জাত
আজ বড্ড অসহায়
উগ্রবাদের চারণভূমিতে
ধর্ম বোঝা দায়।

অসহায় আজ মোদের মাতা
জোটে না দুটো ভাত,
দরজা খুলে বেরিয়ে
দেখো জাতের উৎপাত।

ধর্মের কি তবে প্রয়োজন?
যেখানে হিংসা অবিরত,
হিন্দু থেকে মুসলিম মরছে
ওরা মারছে শতশত।

সাম্প্রদায়িকতা একদিন ঘুচে যাবে
যেদিন মানুষ দেবে ডাক,
মুই তো আজ সেটাই চাই
ওসব হিংসা নিপাত যাক।