রাজা-রানির অট্টহাসি
রাজ্যভিষেক সর্বনাশী,
ছদ্মবেশে নীরব ঘাতক
মারছে দলিত, সঙ্গে চাষি।
জ্বলছে চিতা তবু বাজছে সানাই,
নীরব রাজার ঈষৎ আর্তি নাই।
পুবতে অদ্য পরশ্রীকাতরতা
ঘুরছে মোর অসুক ভারতমাতা,
ঘনকালো ওই কাদম্বিনীর
কি অসম্ভব কাতরতা!
কলম ও আজ মতিচ্ছন্ন
ডাই-পিগমেন্ট ফন্দিফিকির,
অসির কাছে নত মোরা,
নত ও অদ্য রাজ-হংসী।
ধর্ষিত বোন দর্শন শোনে
কানে বাজে মোর আর্তনাদ সুর
রাজপথে তে রত্নগর্ভা
হাসছে ভূষণ, সঙ্গে হুজুর।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
রাজা নাকি দুষ্টু লোক,
দেওয়াল জুড়ে লেখা হবে
রাজার মাথায় উঁকুন হোক।