জাতের নামে বিভক্তি বাঁধে,
মানবতার পথে বিষ ছড়ায় রাতে।
উগ্র পতাকা উড়ে যে দলে,
মানুষের হৃদয় ভাঙে যে কোলে।

ধর্মের নামে যুদ্ধের সুর,
শান্তি ভাঙে, জাগে বিষাদপুর।
মন্দির-মসজিদ রক্তে ভাসে,
ভ্রাতৃত্ব হারায় ভ্রান্তি পাশে।

জাত-ধর্মে কেন এই হানাহানি?
ভুলে যাই আমরা এক প্রাণের বাণী।
সবাই মিলে এই মাটির সন্তান,
ভেদাভেদের কি আছে মান?

এসো গাই বন্ধুতার গান,
উগ্রতার পথে ফেলি বিধান।
ধর্মান্ধতা ঘুচে যাক শেষে,
মানবতা বাঁচুক ভালোবাসার দেশে।