রবি মানে তীরে ভাসাবে না তরী,
রবি মানে সুরে গান
রবি মানে শুধু নৃত্য নয়
রবি বাঙালির প্রাণ

রবি মানে শুধু বাঙালিও নয়
রবি মানে উৎসব
রবি মানে এক নিত্য নতুন
রবি মানে কলোরব।

রবি নামেতেই বিপ্লব
তাতে বঙ্গভঙের ছোঁয়া
রবির তৈরী গোরাতেই
আছে পরিবর্তনের ধোঁয়া।

রবি মানে শুধু লেখক নয়
নয়কো কবিতা
রবি মানে আছে বিশ্বভারতী
আছে উজ্জ্বল সবিতা।

রবি নামে আছে বঙ্গভঙ্গ
ধর্মকে করে জয়
ব্রিটিশ থেকে কার্জন
সে কাউকে পাইনি ভয়।

রবি নামেতেই প্রথম নোবেল
হিংসা বহু দূরে
১৯শে তে ওই জালিয়ানওয়ালাবাগ হতে
নাইট দিয়েছে ছুঁড়ে।

কতকাল আজ কেটে গেছে
দেখো তুমি জেগে আজও থাকো
হয়তো একেই সবাই সৃষ্টি বলে
তবে রবিকে মানে নাকো।

ভাষাতে তোমার মত দক্ষ নই
ক্ষমা করো তুমি রবি,
আমি না হয় এমনই রবো
রবো আগামীর ব্যর্থ কবি।


#বিশেষ দ্রষ্টব্য : 'বিশ্বকবি রবি' এই কবিতাটি  ২০১৬ সাল অর্থাৎ কবির ১৬ বছর বয়সে লেখা একটি কবিতা।