আশা ছিলো গল্প হবে
'প্রথম প্রতিশ্রুতি'র শেষ পাতাতে,
কবিতা হলো কাব্যে লেখা
ভেসেছিলুম রুপকথাতে।

ভেবেছিলুম সঙ্গে যাবো
পদ্মা নদীর মাঝি ও হবো,
গল্প কথায় পার হতো ঘাট
না হয় যেতাম ইলিশে হাট।

এই একলা আমি মন্দ নেই
বইতে হয় না চিন্তা রোজ,
সবুজ বুকের দবালনে ও
রাখি কারো মনের খোঁজ।

বই পাড়াতে গল্প গড়ে
বইমেলাতেই লিখলে ইতি।
মিথ্যা আমি আজও ভাবি
কল্পনাতেই নীরব স্মৃতি।

অপবাদে,
চরিত্র হলো নোংরা ঝিনুক,
কভু ছিলো না কো প্রতিবাদ।
আজ মিথ্যা দিয়ে সত্যি ঢেকে,
বিশ্বাস হল অপবাদ।