একটা কলঙ্কিত রাত,
একটা সাজানো সকাল,
একটা অভিনয়ে ভরা সন্ধ্যা,
আমি চাইনা।

গোলকধাঁধার মতো
একটা কাগজের পাতা,
একটার পর একটা
সাজানো শব্দ,
শোক নিবারনের
একটার পর একটা
উপহার
আমি চাই না।  

অনিয়মে
গ্রীষ্মের প্রবল উষ্ণতায় ও
একবার রুক্ষ জমিতে বৃষ্টি নামুক,
কিংবা বিধ্বংসকারী সাইক্লোন
পথ হারিয়ে আবার সাগরে ফিরে যাক,
আমি চাইনা।

আমি চাই,
বৃদ্ধ গঙ্গা তার নীরবতা ভঙ্গ করুক,
সবুজ পৃথিবী তার আঘাতের বিরুদ্ধে
কন্ঠ ছাড়ুক।

উদাসীন হিমালয় পেরিয়ে
সাইবেরিয়ার শীতল শব্দ
ধীরে ধীরে এগিয়ে আসুক।
ভারতবর্ষও
চিৎকার করে উঠে বলুক
কার জন্য আমি বাঁচবো,
এই সে মানুষ!