মুক্ত আমি;বৈরি আকাশ থেকে মুক্ত,
যে আকাশে পাখা মেলা পাপ,
সে আকাশ থেকে মুক্ত।
মুক্ত আমি;নেশাখোর সমুদ্র থেকে মুক্ত,
সতেজ প্রাণ যেখানে কুকড়ে জীর্ণ,
মুক্ত আমি;হিমশীতল বাতাস থেকে মুক্ত,
চূড়ায় উঠবার পথ যে করেছিল শ্বাসরূদ্ধ।
মুক্ত আমি,স্বাধীন আলবাট্রস,
কারন অতিক্রম করেছি আমি সাগর,গিরিপথ,
ভুল সময়ে পৃথিবীর কড়া নেড়ে দেখে ফেলেছি
অনেককিছু, যা না দেখলে হয়ত আমিও থাকতাম
ফুলকুড়ির মত,আমিও হতাম ভোরের শিশিরের মত নিষ্পাপ,আমি হতাম স্ফটিকের মত শুভ্র হাঁস যে দেখে নি জঙ্গলের আদিম উন্মাদ,
আমি হেঁটে এসেছি কিঙ্কর পাথরের পথ,
মসৃণ ছিল না যা কখনো, পদে পদে দিয়েছে আঘাত,তারপরো মন বলত এ সঠিক পথ,
ক্লান্ত হয়ো না;আর একটু;পেয়ে যাবে গন্তব্য,
গন্তব্য হয়ত ঠিকই পেয়েছি অন্যপথ ধরে,
ভুলে ছিলাম আমি ঐ পথটি কখনো ছিল না
আমার;ডাকেনি আমায়।
মুক্ত আমি; অশথীপর মায়া হতে মুক্ত,
অলীক স্বপ্ন দেখিয়ে মিছে হাতছানি দিয়ে যে করেছে ছিন্ন,
মুক্ত আমি; দ্রাবীড় কোলাহল থেকে মুক্ত,
অসুস্থ মোহ,ষড়যন্ত্রের প্রতিযোগিতা থেকে মুক্ত,
প্রাণে লাগে নি দোলা যেথায়;একমুহূর্তও ছিলাম না সেখানে যুক্ত;
মুক্ত আমি;শ্বাপদ আবাসিক থেকে মুক্ত,
দেখ আমি এখনো সৃষ্টিশীলতায় অনুরক্ত,
মুক্ত আমি;ভয়ংকর সুন্দর থেকে মুক্ত;
তোমাদের শোষন,বঞ্চনা,লালসাতে হয়নি অন্ধ,
মুক্ত আমি, তোমাদের গড়া শৃঙ্খল-কারাগার থেকে মুক্ত,
মুক্তি চেয়েছিলাম আমি সকল বাঁধন থেকে আজীবন,
মুক্ত আমি;তবুও ছাড়ি নি জীবনসংগ্রাম,
জীবনের দেনাপাওনা বাকি আছে;দেব নগদ।
রঙিন ফানুসের উড়া শেষে দিব্যচোখ বেঁচে দিয়ে কিনেছ আস্তাবল।
২০.১১.১৭