আচ্ছা,দ্বিতীয় বলে কিছু আছে নাকি?
প্রেম কি আবার হয়?
যে কামনায় কাছে আসা,ঠিক সেই হতাশায় দূরে চলে যাওয়া,মধ্যখানের সময়টুকুতে প্রেম,বাকিটা শূন্যতা,
আচ্ছা,একবার প্রেম হয়ে গেলে,আকর্ষন চলে যায় নাকি?
আর প্রেম হয় না,পৃথিবীর তাবৎ অভিকর্ষন কি
বিলীন হয়ে যায় ঐ একজনাতে যে হৃদয় আর ক্ষরিত হয় না,
ঐ মধু বাক্যালাপ, ঐ রাতজেগে নিষিদ্ধ কাজ করবার মতো দূরন্ত নিস্পন্দে জেগে ছবি আঁকা,
তার ললাটে চুম্বন করা,স্বপ্ন দেখা,
তারপর,হঠাৎ করে দেখা হওয়া,প্রচন্ড প্রচন্ড জোরে ধাক্কা খাওয়া,এরপর চোখাচোখি হওয়া,তারপর এক উত্তাল ঝড়ের মতো,মাতাল সন্ধ্যার মত,উদ্দাম বল্লরীর মত,
হঠাৎ চুম্বন হওয়া,
দুই ঠোঁঠের সাথে দুই দেহ আলিঙ্গন করা,
আদম-ইভের ছন্দপতনে প্রজাপতিদের স্বাগত জানানো,
সেদিন বাগানের প্রথম চুম্বনের মতো এমন সত্য,
এমন সুন্দর,এমন স্বর্গীয় আর কি হতে পারত যে
ঈশ্বর একে শয়তানি আর মানবপ্রেমকে নিষিদ্ধ ঘোষনা করে দিল,চিরতরে মানবপ্রেমকে আদিপাপ কলঙ্কের নাম দিয়ে দিল,
তবুও কি থেমে আছে আত্মার মিলন?(দেহজ নয় তাই যদি হয় আত্মা,তারমানে প্রেমও একধরনের আত্মা)
যে প্রেম স্বর্গে শুরু তাতে মর্ত্যে কিসের মানা?
নিয়মের যত সংবিধান তাতেই ভাঙ্গা গড়া,
যতবার যতদেশে অনিয়মকে বলবৎ করে খসড়া বানানো হয়েছে,ততবার স্বাধীনতার পরোয়ানা হয়েছে জারি,ততবার ঠিক ততবার মানুষ নিয়ম ভেঙ্গেছে,খুলেছে লোহার শিকল,গড়িয়েছে কত জল কত পানি,
মানবপ্রেম স্বর্গীয়,এ প্রেম আমার মা-বাবার,
এ প্রেম আমার অনাগত সন্তানের, এ প্রেম বিশ্বধরার,এতে নাই কোনো সন্দেহ,নাই কোনো
সন্দিগ্ধ বিপদ,নাই কোনো আদেশ,নাই নির্দেশ,
কেন নেই সমীহ?
আছে শুধু নিদর্শন,চেয়ে দেখ কতদিকে কত ফুল
শোভা পায় কত উদ্যানে,কত গালিব গালিচা মালঞ্চে,স্বর্গে নাকি শুধু ওমন উদ্যান থাকে,দেখ আমাদের পৃথিবীতেও আছে,
কারন যে প্রেমের শুরু প্রকৃতিতে,তা শেষ হবেও প্রকৃতির ধংসাবশেষে,
যেদিন খোদা প্রকৃতি মিটাবে সেদিন এই আদিপাপের বিনাশ হবে।
খোদা তুমি করো অপেক্ষা,
নাহয় ক্রিড়নক হয়ে অলিম্পিক দেখ,
ছড়িয়ে আছে তোমার দর্শকবৃন্দ,
মর্ত্যের কষ্টে,শিশুর ক্রন্দনে,নারীর জিহাদে,
বোমা বারুদে এতটুকু কাঁপে না স্বর্গীয় আসন,
এই ধান্দাবাজিতে তোমার প্রতিনিধি, তোমার
প্রতিভূরা(দালাল-আমলা)খুঁজুক নিত্যনতুন পাপের তালিকা তাতে রসদ যুগিয়ে নাম লেখাক
হাজার হাজার নিষ্পাপ,কেঁদে ভাসিয়ে দিক টাইগ্রিস,ভাসিয়ে দিক ইউফ্রেটিস,
ভাসিয়ে দাক জর্দান নদী,
এই কান্নাতে বাদ না যাক সিন্ধু নদ এবং তার
পরোবর্তী,
খোদা তুমি ও তোমার এজেন্টরা(সমাজের সুবিধাবাদী) দেখে যাও শুধু আদমের বংশধরের লীলাকীর্তি,
করুক শুধু আদিপাপ মোচন,
থাকুক,থেকে যাক নতুন বিশ্বের নতুন নিয়মের
আমজনতা অনাহারী।
১১.০৩.১৮