আমি তোমাদের মত চলতে চেয়েছিলাম;
কিন্তু চলতে পারি না,কয়েক পদ হেঁটেই ক্লান্ত হয়ে যাই, তারচেয়ে বেশি অবাক হয়ে রই,
আমি অনুকরণ করতে পারি না,
আমি তোমাদের মত হতে চেয়েছিলাম,ভেবেছি
তোমাদের সন্তুষ্টি অর্জন করতে পারাটা সফলতা,
কিন্তু আমি তা পারি না,নিজের আদর্শ বলি দেয়া
মুর্খতা বৈ কিছু না,
আমি এটাও করতে পারি না,
আমি তোমাদের শেখানো বুলি বারবার আওড়াতে চাই,ভুল হয়ে যায়,মুখস্ত আমি করতে পারি না;বদলাতে আমি পারি না,
কারন নিচুদর কখনওই আমার ছিল না,
বিবেককে আমি হারতে দিতে পারি না,
আমি মিথ্যে অহংকার,লোকদেখানো ছলাকলা
করতে পারি না,তারমানে আমি চালাক না,
আমি আমার ভালো বুঝি না,
আমি অন্যায় মেনে নিতে পারি না,বুকের ভেতর অচিন জায়গায় কোথাও যেন
ব্যথা করে,মন তীব্রভাবে আহত হয়,কেন জানি না,
দয়া-মায়ার মাপকাঠির ওজন আমার করা উচিত নয়,কারন এ শাখা আমার নয়,
বিধাতা আমাকে দেখে যাওয়ার জন্য দৃষ্টি দিয়েছেন এবং চিন্তা করার জন্য বুদ্ধি দিয়েছেন,
সমতা আনার জন্য মঞ্চ দেন নাই,দিবেনও না,
এবং আমি দমিব না,
প্রকৃতি অর্ধেক সুন্দর,বাকিটা কুৎসিত,
বৃশ্চিকের দংসন কেউ চায় না কিন্তু সৈকতে কাঁকড়া থাকা চাই,
আলো-আধারির এই অপরাগ খেলায় মত্ত সবাই,
কেউ কেউ ভাবে তাদের মত হতে পারা গৌরবের,
কেউ ভয় পায় নিজের মত হওয়া মানে কেবলি বিড়ম্বনা,
কেউ কেউ ভাবে নিরপেক্ষ হয়ে থাকাই ভালো,
সবই খোদার ইচ্ছা,
প্রশ্ন করা যেখানে মানা উত্তর খোঁজা সেখানে অবান্তর,
মিথ্যে বলা যেখানে সহয, প্রমান করা যায় বৈজ্ঞানিক ভাবে,দর্শন খোঁজা সেখানে নিষ্প্রয়োজন।
অর্থের অভাবে যেখানে অসমতা একটি ব্যয়বহুল
পন্য,যে কেউ আছে নাই বলে বড় হতে পারে,
গরীব হয়ে টিকে থাকাই যুদ্ধ যেখানে সবাই ছিনিয়ে নিতে আসে,
বাঁদুড়ের দন্ত কেউ কি দেখেছে?
আমি বলি মানুষই বাঁদুড়,ধারালো দাঁত নিয়ে রাতের আধারে শিকার করতে আসে,
আবার সেই আধারেই উল্টো ঝুঁলে থাকে,
কেউ কেউ আবার খুব সক্ষম,তবু
পরিবতর্ন আনতে ভয় পায় খুব,
কারন তাদের পূর্বসূরিরা নক্ষত্রের পথ ধরে,
আর যারা মৃত্যুকে ভয় পায় না,
তারা কিছু করার আগেই শহীদ হয়ে যায়,
তাদের নামে সড়ক,লেন,পোষ্টার,স্মরণসভা হয়,
আর কিছুই নয়!
যেন তারাও এই সিস্টেমের ম্যাকানিজম,
ধারক-বাহক,প্রতারক,
জনকল্যানের নামে তাদের মিটিয়ে দেওয়া হয়
রেখে যেতে উদাহরণ,
তাদের পথ অনুসরণ করলে অবস্থা হবে এতটাই করুন;
সড়কের নাম পাবে কিন্তু লক্ষ্য পাবে না,
আবার ঠিকঠাক ভাবেই বুঝিয়ে দেওয়া হয়,
আরো চাই এমন শহীদ,এমন বলি শত অধিকবার তারপরেও চাই হয়ে উঠুক আদর্শের আদর্শ,কোটি অন্ধের বিশ্বাস মোহ,
এমন পথ মাড়াতে চাই না আমি,
কারন তোমাদের মত আমি না,
ভুল সময়ে জন্ম আমাদের,আসলে সময় কখনো
সঠিক ছিল না,
এক আমি বলি আর কত বিভাজন?
লক্ষ জনে বলে এই শাশ্বত বিধান,
রেখে যাব না তোমাদের জন্য
কোনো আদর্শ ফরমান,
দুচোখ বন্ধ করলে পাবে আরেক চোখের সন্ধান,
জানতে চাও আদর্শ কি?
অনুসন্ধানে নেমে পড়,
নিজেরটা নিজে গড়।