আসবে তো তুমি স্বপ্নের ধরণী পারে
আগামী পূজোয় সেই পুরনো প্রাসাদে ?
সেবার বাড়ি ছেড়ে যাওয়ার সময়
আমায় বলেছিলে এভাবেও আমিই থাকি ,
আমাদের চিরন্তন বিরহ
যেখানে রোজদিনের এই অনন্ত মৃত্যু
তাও অশেষ আবেগে সহনীয় ।

চলে যাওয়ার কথা ভাবি
তার পরেও স্বভাবিক আমরা
দুর্যোগ ঘনিয়ে আসে আমাদের হাতে পায়ে
চলো আজ রাতে সব শেষ করে দিই , আমি অনায়াসে বলি
এত নাটকীয় প্রিয় সংবেদ , তুমি অতি সহজ পৃথা
সব একান্তই গা-সওয়া  তোমার।

তুমি বলো এভাবে চলে যাওয়া যায় না
মায়া দেখি , আমাদের নিজস্ব চলচিত্র
তোমার চোখে জল , জলের রঙ নীল
আর হয়ত কথা হবে না দীঘির পারে
হয়ত বা , তার পরেও তুমি জানো
অজেয় বিশ্বাসে ধরো প্রাণের সুর
মৃত্যু পেরিয়ে , বারবার ফিরে আসো
আমি সেখানেই , যেখানে গাছ ছিল বিভোর
ঋণ রইল , তুমি অরণ্য গহীন ।