বার বার মনখারাপ হয়ে যায় তোমার
আমাদের দেখা হচ্ছে না কিছুতেই
হাসিখেলার অতলে রয়ে যায় অভিমান
কেন বলেছিলে আসবে না কোনোদিন ।

হয় না , এভাবে রয় না , আমাদের কথা বাকী থেকে যায়
জানি বলতে নেই , তার পরেও পথ চেয়ে থাকি
যদি  কখনো মনে পড়ে সব , যদি বা ডাকো আমায় ।
তোমায় ভেবে , ভুলে যাই সব , তার পরেও আসিনি ।

পৃথা , তোমার চোখে জল
আমি বিরহ পাথর রেখেছিলাম তোমার আঙিনায়
সেবার পথিকের ভূমিকায় আমি একাই
তুমি চোখ ঢেকেছিলে রোদচশমায়
আমি চিনতে পারিনি ।
তার পরেও , এ যুদ্ধক্ষেত্রে পড়ন্ত বিকেলের আলো আমার হৃদয়ে
রাত হয় , বাড়ি ফিরতে আরো দেরী ।

রাতের রাস্তায় আমার মরে যাওয়ার কথা
সেদিন চাঁদের আলোয় বানভাসি অলিগলি
পথচলতি গাছ কাছে এগিয়ে আসে
হলুদ আলোয় দিশা হারাই আমি ।
না জানি আরো কত শ্মশান পেরিয়ে
না জানি আরো কত সুতীর্থে
আমার তোমার দেখা হওয়ার কথা ।
আসব না বলেছিলাম , তা ভুলিনি
দিশা হারাব না , এ কথা দিইনি ।