অতি সহজে তুমি এড়িয়ে যাও অবিশ্বাসের সূচীপত্র
তোমার হাতের আড়ালে, নিশ্চিন্তে লুকিয়ে রাখো রক্তচন্দন বৃত্ত
কোন রঙটা মানাবে তোমায়, যে কোনো মূহুর্ত্তে,
তুমিই সব থেকে বেশী ভালো চেনো ।
পথ চলতে চলতে, ভাসিয়ে দাও অহেতুক নিমন্ত্রন
পর মূহুর্ত্তেই মনে পড়ে, এ কথা হয়ত বলতে চাওনি
নিঊ মার্কেটে আসনপিড়িঁ, তুমি অশরীরি
নীল পাড়, না গোলাপী, হয়ত বা লাল বা কালো
তুমিই ভালো জানো ।
তাও হঠাৎ আগমনী সুরে, আমায় বলো, পরের বার পূজোয়
হয়ত ফিল্ম ফেস্টিভাল, বা বইমেলা, এখন সময় নেই,
দেখা করার আছে, ও’র সাথে, জানো তুমি ।
সে যে আমিই, আমার অনেক নাম
সব কাহিনীর শেষে, আমাকেই কষ্ট পাও তুমি
কষ্ট পাও তুমি ।