স্বপ্নদৃশ্যের মূহুর্ত্ত সকলে যে অনন্য বিষাদপ্রতিমা
নিভৃত আলাপ আমাদের বাকী রয়ে গেছে
সাত জন্ম আগের নিখুঁত বর্ণনা
জেনো এর পরেও তুমি নক্ষত্র অহনা
তোমার আলোয় উদ্ভাসিত এ ঘর
তুমি আমি লিখেছি এ মায়াসংসার ।
বিষাদযোগের যে পরিণতি দিনরাত সমাগমে
চলে যাওয়ার মাহেন্দ্রক্ষণ অযথা সন্ধান
এই সুগভীর অজীর্ন শরীরে ।
সারাংশ বিহীন তোমার আরো অনাদর যত
বিরাগ, এই একাকীত্ত্বের আরও দেরী ।
কালকের সেই একাত্ম
আমরা কী বিরহে আশা রাখি ।