মোহ সন্ধ্যায় সুর্য্যাস্তের শেষ ছন্দ খানি মিলিয়ে দিয়ে
রাতের একাকী পথিকে আর একবার ডাক দিয়ে বিমনায়
সে এসেছিল , গোলাপী রঙে সেজে ওঠা সেই কাহিনী
সেই বারান্দায় আলো এসে পড়েছিল অনন্ত মহাকাশ ঘিরে ।

সেই পূর্ণিমায় রাতে রাত দেখি
খেয়ালী তারার আলোয় তোমার নিষ্ঠুর আলেখ্য ।
আরো আঁধারের মধ্য দিয়ে
অজয় নদীর পাশে সেই নাট মন্দির
জল থেকে উঠে এসেছিল একটি অনাবিল হাত
সে হাতে ধরা ছিল মৃতের শেষ আশ্রয়
আর গেরুয়া রঙের আরো একটি মায়াবেলা ।

আমার তোমার গভীর পথচলা
সেদিকে কেউ কখনো আসেনি
সেদিকে শোক নেমে এসেছিল অন্ধকার বৃক্ষে
শুধু ভালবাসার ছায়াঘেরা মননে
ছিল পাখালীর অন্বেষণ ।
সেদিন সকালে বিষাদ হারায়ে
এসেছিলাম জন্ম জন্মান্তরে ,
কবিতায় বলো , কোন পারে আমার নদী
কোন অকূল দরিয়ায় নিজেরে দিই বিসর্জন ,
আমি না হয় মরিলাম
তুমি মন রাখিও স্তব্ধ হৃদয়ে ।