গভীর নীল রঙ নিয়ে এসেছিলে অনেকদিন আগে
এত সবুজ গভীর সে নীল , তাতে শুধু আকাশ আর জল
পাহাড়ে হারিয়ে যাওয়া সেই দীঘি
যাকে কেউ খুঁজে পায়নি কোনোদিন ।
সেখানে তুমি রেখেছিলে হলুদ পলাশ
তার পাশে রেখেছিলে গোলাপী মুক্তোয় চন্দ্রহার
জলের আড়ালে ,চোখের কাজলে , ভেসে যায়
তুমি জেনেছিলে অনন্ত অবগাহন ভালবাসার ।
আমাদের একই কথা বারবার বলা
দীঘির জলে নীলপদ্ম , সে জেনেছিল
তাঁর বিষ , তাঁর বিষাদ , সর্পিল জ্যোৎস্নায়
তুমি সেজে উঠেছিলে বিরহের গহনায় ।
আরো দূরের , পাহাড়ী গ্রামের বাঁশুড়িয়া
সে ডেকেছিল তোমায় , তুমি দীঘির জল ,
সে গেয়েছিল তোমারি বিরহসঙ্গীত
তুমি জানোনি , দেখা করোনি , ভালোবাসোনি
তুমি দীঘির জল , বাঁশুড়িয়ার মৃত্যু তোমার কাছে স্বাভাবিক ।
চলে যাওয়ার পরে , তোমার অলিন্দে অর্কিড
সেখানে রামধনু রঙা প্রজাপতি
আর মায়াবী পাখীর প্রেমালাপ
শেষ মুহূর্তে , তুমি জেনেছিলে মৃত্যুশোক
সে ফিরে আসা বহুদিন ছিল বাকী ।
আমাদের অনন্ত অবগাহনে , আমরা জেনেছি
ভালবাসায় রাখিনি প্রত্যাশা , বিস্মরণ
তুমি জেনেছিলে নির্বিকার পূর্ণিমায়
আমায় ডেকেছিলে আমরণ শেষযাত্রায়
আমি আসিনি , চলে যেতে চেয়ে
আমি জানিনি , কী রাখা ছিল
সেদিন ভোরবেলার নৌকায় ।