তোমার বিশ্বাস হয়না, এত সহজে সব ঠিক হতে পারে । এই তো ব্লু-প্রিন্ট, এভাবে, এভাবে, এভাবে, আর তারপর, এভাবে । তার পরেও মনে হয় অতীন্দ্রিয় কোনও শক্তি, সবার অলক্ষ্যে, নির্ধারণ করছে তোমার গতিবিধি । এ পৃথিবী তাকে চেনে না, চেনার প্রয়োজন ও নেই । না চিনল, তুমি তো জানো আমায়, আমি তো তোমার বিশ্বাস ভাঙিনি ।
তোমার বুকে ইচ্ছেপাথর, আমি তো আঁচর কাটিনি । জানি, সেদিন আমাদের ফ্রেমে বাঁধানো ছবিটা ভেঙে দিয়েছিলাম, কিন্তু তুমি বলো, আমরা কি সেই মূহুর্ত্তে নিজেদের মধ্যে ছিলাম ?
ইরা, তুমি বলেছিলে একদিন আসবে
তুমি জানতে, কোথাও এক স্থির বিন্দু তে আছে নিহিত সমাপ্তি
সে সব জেনেও তুমি বললে, আজ না, এখনো অনেক দেরী
তুমি কি সে রাতে জেনেছিলে, পথ হারিয়ে ফেলার আমৃত্যু খেলায়
বড় রাস্তা যেখানে নিয়ে যায়, সেখানে কিছু রাখা নেই
আবার হয়ত বা আমাদেরই কঠিন অনুশাসন ।।
যদি কোনোদিন সময় পাও, চিঠির উত্তর দিও
বোলো আমায়, ঘর ছেড়ে যাওয়ার সুবর্ণ ইচ্ছাপাথর
অযথা বিনম্রতা না রেখেই বোলো
চোখ দিয়ে কথা বোলো আমায় ।।
দূর থেকে দেখা কিছু অদর্শন
তার ও কী থাকে না বলার অধিকার
এই কঠিন তর্কের মীমাংসা চলো আজকেই করি
আজ সকালেই লিখে ফেলি বিয়ের চুক্তিপত্র ।
তার পরেও তুমি বলবে
কী মানে আছে এক সাথে পথ চলার
না হয় আরও একবার হারিয়ে গিয়ে দেখি
তোমায় খুঁজে পাই যদি এ মায়াবী সংসারে
এর পরেও তোমার অনেক কথা বাকী
বলতে গিয়ে যদি কথা হারাও
তা সত্ত্বেও আমি জানি
তুমি আমাকেই ভালোবাসো ।।
জেনো ভালোবাসার আছে ফিরে পাওয়ার যথার্থ কারণ
হয়ত এগ্রীমেন্টে লেখা নেই
আমায় নীল বলে ডেকো
সাড়া দিও আমার দুঃস্বপ্নের আয়নায়
কোথাও কী লিখে রেখেছো
অভিশপ্ত এক প্রতিশোধ ।।
জানি তুমি এ বিষ ভালোবাসো
তুমি বারবার ফিরে আসো
এই মায়াপৃথিবীর গোলকধাঁধায়
আমাদের একান্ত পথচলায় ।।