সেদিন তুমি কি ভেবেছিলে ,প্রিয় সুরে আর আসবে না ঘরে
নুপূর খুলে রেখেছিলে , শুধু আলতা পরেছিলে পায়ে
লাল মেঝেতে তোমার দীর্ঘশ্বাস
আস্তে , আরো আস্তে মিলিয়ে যাওয়া ।
সে মনে ছিল না ,অন্তবিহীন অণ্বেষণে
তুমি চাওনি আমার ঘুম ভাঙুক
ধীর পায়ে, নিজের নাচঘরে ফিরে যাও তুমি ।
আমি কিছুতেই বুঝতে পারিনি
কেন তোমার এই না মেনে চলে যাওয়া , না ডেকে
আমায় আরও অন্ত্যসুপ্তিতে চেয়ে
মৃদু সুরে তুমি গেয়েছিলে গায়ত্রী
ভালবাসার এত আয়োজন , তোমার মনে হচ্ছে , এ সব ও অনধিকার
শুধু আমাকেই ভালবাসো , তুমি বলেছিলে আমায় ।