অন্য কথা
আজ এত একা লাগে
আকাশগঙ্গাও মনে হয় নিজেকে অচেনা
রূপ রঙ আলো
তার ও দিনরাত অযথা
এ সময় জানে
তোমার গহীন অস্মিতা ।
নির্জনে অবকাশে নূপুর পরা পায়ে
আমাদের বাড়িতে রাতির মনে পড়া
সেঁজুতি চয়নে স্নিগ্ধ আবেশ
সেদিন তুমি অস্পষ্ট আনমনে
তোমায় দেখতে চেয়ে অযান্ত্রিক পথচলা ।
তুমি তাও জেনেছিলে,
আমি কখনোই চাই নি যে তুমি
এভাবে নিজেকে অজানায় হারাও
হিমশীতল রাতে
তুমি তাও জেনেছিলে
আমাকেই অজানা কোনও সুরে ।