নিত্যশ্রীমান মুগ্ধতা তোমার গুণময় রূপমায়
হেরিনু সেদিন, বসেছিলে তুমি
গোধূলিরও অবেলায়-
সন্ধ্যামণি মুখ ফিরায়ে লয়,
তব মনোহর রূপে,
আপন কুঞ্জে গমনোদ্যত পক্ষীকুল,
উঁকি দেয় চুপে চুপে।।
আপনারে লয়ে বিব্রত আমি,
তব বন্দনায়,
শূন্য হৃদয়ের হাহাকার আজি
ধূলোতে লুটায়।।
কেন এই হীন মন্যতা,
ব্যকুল নয়নে মহাশূন্যতা
আর্তনাদের কড়াল গ্রাসে
স্বতঃস্ফুর্ত মৌনতা।।