ঝরঝরে সকালে একি তুমি শোনালে-
কালকে তোমার তোমার জন্মদিন?
কী কী হবে রান্না, বলে দেই বায়ন
যা হবে কালকের দিন।।
আমি ঠিক তা নয়, বলছি যা শোন তয়
মন দিয়ে শুনতে হবে।
আর কোনো কথা নয়, শুধু বেশি কথা কয়
কে কে বল পার্টিতে যাবে?
আরে ভাই শুনে যা, মন দিয়ে কথাটা
আসলে ঘটনাটা হলো
না না না শুনব না, এখন আর বসবনা
সময় যে শেষ হয়ে এলো।।
ওরে ও বন্ধু, পার কর সিন্ধু
শুধু মোর কথাটা শোন
আরে ভাই থাম না একটু পরে বলনা
স্থির রাখনা মন।।
বাজারেতে যাচ্ছি, দই, মিষ্টি আনছি
পার্টিতে দিতে হবে যে।
কোথাকার পার্টি ওরে ভাই বান্টি
আমার কথাটা শুনে নে।।
বিশ হাজার টাকাতে আনব যে ঝাঁকাতে
যতটা এনে পারা যায়-
আনবি যা আন গিয়ে, কিন্তু দেখিস গিয়ে
জন্মদিনটা মোর নয়।।
এতক্ষন পরতে, কি বললি শেষেতে-
হার্টফেল করাতে চাস?
কালকে ক্লাস শুরু, দাওয়াত রইল গুরু,
নবীন বরনেতে যাস।।