ভাড়াটিয়া, দুঃখ করে
ব্যাঘাত দিস না ঘুমে,
বাড়ির মালিক যে লোকটা
সেও ঘুমায় এক রুমে।
এক বিছানায় সেও শোয়
এক বালিশেই মাথা,
হতাশ হয়ে, ওরে পাগলা,
কী ভাবছিস যা তা!
হোক না সে লোক ঠিক জমিদার
খাবার সে খায় কত?
কোরমা, পোলাও, গোশ, রুটি, ভাত
এক দুই প্লেটই তো।
তুই না হয় সবজি ভাতে
দিন করছিস পার,
বুকেতে তো শান্তি আছে,
কথা ঠিক না ভার?
আল্লাহ পাকের বিচিত্রতায়
তুই বিচিত্র সৃষ্টি,
তোর প্রতিও মহান প্রভুর
আছে রে সুদৃষ্টি।
সত্য পথে চল রে, বন্ধু,
সত্য পথেই সুখ,
অল্পে তুষ্ট জীবন গড়লে
থাকবে না আর দুখ।