আনন্দে মাতোয়ারা
হও তুমি হও,
পৃথিবীতে তুমি ভাই
ফেলনা যে নও।

তুমি কালো নিচু বেঁটে
এইসব ছোট,
প্রকৃতির স্নেহাশিসে
ফুল হয়ে ফোটো।

সূর্যের আলোধারা
চাঁদের কিরণ,
পৃথিবীতে জনহিতে
বিলায় হিরণ।

বৃষ্টির দিকে দেখো
আছে কোনো ফের?
প্রকৃতির দানগুলো
সব মানুষের।

নিজেকেই হীন ভাবা
ঠিক কাজ নয়,
কর্মের সদগুণে
পাও যশ জয়।