বুকে থাকুক বঙ্গবন্ধুর সিল!
যদি জনগণের টাকা লুটপাটে তুই বাজপাখি বা চিল,
তবে এই বিষয়ে নেই কোন সংশয়-
তুই মুজিব প্রিয় নয়।
মিছিল হলে জয় বাংলার স্লোগান
কিন্তু সুযোগ মতো রাষ্ট্রের পকেট কেটে লুটিস যদি কোটি টাকার যোগান,
তবে এই বিষয়ে নেই কোন সংশয়-
তুই মুজিব প্রিয় নয়।
শোক দিবসে যতই কান্না করিস,
যদি দুর্নীতি দেখে না দেখার ভান ধরিস,
তবে এই বিষয়ে নেই কোন সংশয়-
তুই মুজিব প্রিয় নয়।
জাতির পিতার স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ,
ব্যক্তি স্বার্থে বাড়াস যদি জনগণের ক্লেশ,
তবে এই বিষয়ে নেই কোন সংশয়-
তুই মুজিব প্রিয় নয়।