তোমরা যারা এখন এখানে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছো,
তোমরা যারা এখন এখানে স্বপ্ন পূরণের আরও একটি ধাপে পা রাখতে যাচ্ছো,
তোমরা যারা এখন এখানে অসংখ্য পিছুটান ফেলে হেঁটে হেঁটে এসে উপস্থিত হয়েছে এই মঞ্চে,
তোমাদেরকে জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা,
শিমুল, পলাশ, দোলন চাঁপা ফুলের শুভেচ্ছা,
গন্ধরাজ, হাসনাহেনা, কদম ফুলের শুভেচ্ছা,
কয়েকটি রজনীগন্ধার শুভেচ্ছা।
মনে রেখো,
সফলতার কেবল একটি পথ নয়,
হাজারো পথ বেয়ে ওঠা যায় সাফল্যের মহাসড়কে,
সময়ের বাস্তবতায় তোমরা ভড়কে যেয়ো না, বিশ্বাস রেখো,
সততা আর একাগ্র কর্মনিষ্ঠা সাথে রেখো জীবনের অনিবার্য পথ চলায়।
জানি, দারিদ্র্য সাফল্যের পথে অযাচিত বিঘ্ন ঘটায়,
কিন্তু দারিদ্র্য দুর্জেয় নয়,
পৃথিবীতে হাজারো দরিদ্র মানুষ আছে
সাফল্য যাদের পদচুম্বন করেছে
কেবল দৃঢ় প্রতিজ্ঞা আর কঠোর পরিশ্রমের কারণে।
ভুলে যেও না, তোমাদের চলার পথে আছে অগণিত খাদ, চোরা গর্ত,
ফাঁদ পাতা আছে চোখের অন্তরালে
তোমাদেরকে লক্ষ্য করে
তোমাদের স্বপ্নগুলোকে বিনাশ করবে বলে,
একটু সজাগ দৃষ্টি আর সতর্ক মনে এগুলে তোমাদের ভয় নেই কোনো।
হয়তো তোমাদের কেউ কেউ শব্দের অর্থ বুঝবে না,
কিছু বাক্যাংশকে মনে হবে দুর্বোদ্ধ কঠিন,
তবে এ কথা নিশ্চিত বলা যায়, তোমরা চোখের ভাষা পড়তে পারবে।
তোমরা একটু সজাগ মনে চোখ রেখো তোমাদের জন্য খাবার রান্না করতে করতে উনুনের আগুনে এক রকম ঝলসে যাওয়া তোমাদের মায়ের চোখে,
কাঠফাঁটা রোদ কিংবা অসহ্য গরমে কায়িক পরিশ্রম করতে করতে পুড়ে যাওয়া বাবার চোখে,
অথবা অন্য কোনো অভিভাবকের চোখে যাদের পরিশ্রমের উপর আজকের তোমরা দাঁড়িয়ে আছো,
সেখানে তোমরা দেখতে পাবে সুস্পষ্ট কিছু স্বপ্নের বুনন।
সেই স্বপ্নগুলোকে তোমরা বাস্তবে রূপদান করবে পরিকল্পিত উদ্যোগে,
বাবার কিনে দেওয়া এক একটি পাঠ্য বই আত্মস্থ করবে সীমাহীন আগ্রহ নিয়ে,
মাতৃভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা ইংরেজিকে শাণিত করবে নাক ডুবিয়ে,
বিজ্ঞান শিখবে অত্যুৎসাহে, কলা আনন্দিত মনে,
তথ্য প্রযুক্তি শিখবে কৌতুহলে
আর ধর্ম শিখবে স্বচ্ছ হৃদয়ে।
এভাবে শিক্ষার প্রতিটি বিষয়ে তোমাদের সহাস্য বিচরণ হোক।
জানি, তোমাদের কারো কারো কোনো সুস্পষ্ট স্বপ্ন নেই,
ভীষণ খামখেয়ালি ভুলোমনা আর অপরিণামদর্শী তোমরা।
তোমরা এমনটি আর থেকো না,
একটু সজাগ হও,
স্বপ্ন দেখো, বর্তমান আর ভবিষ্যতকে নিয়ে স্বপ্ন,
চমৎকার সুন্দর সুন্দর স্বপ্ন।
যেখানে কর্ণধার হবে তুমি নিজে, থাকবে তোমার পরিবার, সমাজ, দেশ এবং সর্বোপরি সমগ্র মানবজাতি।
সুদীপ্ত মনোবল নিয়ে তোমরা
বাবুই পাখির মতো কর্মঠ হও,
মৌমাছির মতো অনুসন্ধিৎসু হও,
পিপীলিকার মতো সঞ্চয়ী হও।
তোমরা ছড়িয়ে পড়ো পৃথিবীর আনাচে কানাচে
সূর্যের আলোকরশ্মির মতো তেজোদীপ্ত হয়ে,
চাঁদের মিষ্টি জোছনার মতো কোমল হয়ে,
উপকারী বৃষ্টির মতো ব্যাপক হয়ে।
আমরা তোমাদের প্রতিশ্রুত সহযোগী হতে চাই,
ধন্যবাদ।
© একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষ্যে শিক্ষকের শুভেচ্ছা।