প্রিয়তমা,
তোমার সব অভিমান জমা করে রাখো পাই পাই হিসেব করে
আমার যত অবহেলা মিছেমিছি লাঞ্ছনা অপমান সব ফেরত দিয়ো কোনো এক সময়।
তোমার অভিযোগ, তোমাকে গুরুত্ব না দেওয়ার ব্যাপারটি আমার যেন প্রতিদিনের অভ্যাস,
তোমার মতামতের বিষয়ে আমি বরাবরই উদাসীন,  
তোমার ইচ্ছে, পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই আমার কাছে,
তোমার স্বপ্নগুলোকে আমি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়ার মতো ভাবি,
তোমার প্রতি আমার ভালোবাসা, যদি থাকে, তা কেবল লোক দেখানোর,
সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাতে আমার সমস্ত আলিঙ্গন কেবল একটি কারণে,  
তোমার সব অভিযোগ এই নিরুপায় আমি বিনে বাক্যে মাথা পেতে নিলাম।  

আমার প্রতি যত ক্ষোভ তোমার, যদি বেঁচে থাকি, বৃদ্ধ বয়সে একদিন ফেরত দিয়ো।
আমি যখন হাঁটতে চলতে পারবো না,
প্রচন্ড তৃষ্ণায় কাতর হয়ে এক গ্লাস পানি চাইলে তুমি তখন প্রতিশোধ নিয়ো,
আমি যখন খাওয়ার জন্য তোমার উপর নির্ভরশীল হবো তুমি তখন প্রতিশোধ নিয়ো,
আমি যখন নিজে নিজে হাঁটতে অপারগ হয়ে সকাল বেলা একটু হাঁটতে বেরুতে চাইবো তুমি তখন প্রতিশোধ নিয়ো,
আমি যখন প্রতিবাদ করতে অক্ষম হবো তুমি তখন আমার ভাগের তরকারিতে লবণ বাড়িয়ে দিয়ে প্রতিশোধ নিয়ো।
গ্রীষ্মের কোনো এক তপ্ত দুপুরে আমার যখন প্রচণ্ড পিপাসা লাগবে
তখন তুমি এক গ্লাস পানি নিবে, আমার সামনে তাতে থুতু দিবে, অতঃপর পান করতে দিবে, আমি নিরূপায় হয়ে সেই পানি পান করবো,
এভাবে তুমি প্রতিশোধ নিয়ো।