ধানের সবুজ পাতার ফাঁকে মাটির কাঁখে
বুড়ো কৃষক স্বপ্ন আঁকে
আশাভরা বুকে,
রোদে যেন মুক্তা ঝরে নদীর চরে
বাতাস আলতো আদর করে
দেখে চাষি সুখে।