কপালের লিখা,
পুড়াতে পারে না
অগ্নিশিখা।

দাদার আগে
ছেলে-নাতি মরে,
বিস্ময় জাগে।

একই পেটের,
অবিরাম যুদ্ধ
সেরে সোয়া সের।

কালায় মরি!
না পেয়ে সুন্দরীর
গলায় দড়ি।

রাজাধিরাজ,
দুদিনে ভিখেরী
মাথায় বাজ।

মেঘ কালি কালো,
ক্ষণিকেই স্বচ্ছ
সোনালী আলো।

লাল টুকটুক,
সবার অপ্রিয়
গোমড়া মুখ।

বন্ধুজন,
মেরে ফেলে থোয়
কাঁটা বন।

পেটে ক্ষুধা,
এক রুটি দশজনে খায়
হয় না জুদা।

রচনা: ০২/১১/২০২০