মুখের মিষ্টি ভাষার দাম আছে ঢের
জবানটা মিঠা করো, ধরি হাতে পায়,
মানুষের মন, বাহে, বড় সংবেদের
তিতা তিতা কথা শুনে দূরে সরে যায়।
মেজাজী আচরণে কি সমাধান মিলে?
অযথা পরিবেশের স্থিতি নষ্ট হয়,
কার হে পড়েছে ঠেকা কড়া কথা গিলে!
ব্যবহারে মানবের মিলে পরিচয়।
ভুল পথে আর কত? ফিরে এসো সবে
জবানের মিঠা কথা চাষ করি হেসে,
উত্তম ব্যবহারের মার নেই ভবে
মিষ্টভাষী মানুষেরা জিতে দিন শেষে।
জ্ঞানবান লোক যারা অল্পে বুঝে মন
ভালোবাসা দিয়ে তারা সাজায় ভুবন।