সত্যি বলছি-
আমাদের এখানে খাদ্যের অভাব নেই।
আমাদের আছে মাঠ ভরা ফসল,
গোলা ভরা ধান,
পুকুর ভরা মাছ,
রাজকোষ ভরা টাকা।
বিশ্বাস করো, নিত্যদিনের যাবতীয়
দ্রব্য সামগ্রীর প্রাচুর্য আমাদের এইখানে।
কিন্তু আমরা ক্ষুধার্ত,
তীব্র ক্ষুধায় কাতর আমরা।
আমাদের বাচ্চারা এখানে
ক্ষুধার জ্বালায়
বাবা খাবার দাও, মা খাবার দাও-
বলে অনবরত চিৎকার করে।
বিশ্বাস হচ্ছে না!
আমাদের শরীরের দিকে তাকিয়ে দেখো-
কী ভয়ঙ্কর অবস্থা আমাদের দেহের!
হাত, পা যেন এক একটি পাটখড়ি,
পেট পিঠের সাথে লেগে গিয়েছে,
ক্ষুধায় ক্ষুধায় আজ আমাদের অস্থিচর্মসার।
কেন জানো?
আমাদের এখানে ইঁদুরের বড় উৎপাত,
সারা দেশজুড়ে ছড়িয়ে আছে
হাজার হাজার ইঁদুর।
ফসলের মাঠে ইঁদুরের আক্রমণ,
ধানের গোলায় ইঁদুরের আক্রমণ,
ঘরের শুকনো ধানে ইঁদুরের আক্রমণ,
চারদিকে ইঁদুর ইঁদুর ইঁদুর।
ইঁদুরের আক্রমণে অতিষ্ঠ আমাদের জীবন।
আমাদের পুকুরে ভয়ঙ্কর কুমিরের দল!
প্রতিদিন আমাদের পুকুরের মাছে
নাস্তা, লাঞ্চ, ডিনার- তিন বেলা পেট পূজা করে
ভয়ঙ্কর এই কুমিরগুলো।
আমাদের রাজকোষে চোর ডাকাতের ভীষণ উৎপাত,
প্রতিদিন রক্ষক বেশে চোর-ডাকাতেরা
আমাদের রাজকোষে প্রবেশ করে,
হাতিয়ে নেয় লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা।
আমাদের টাকায় গড়ে তোলে সুউচ্চ রাজকীয় ভবন,
খরিদ করে বিলাস বহুল গাড়ি।
দূর অতীতে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল,
কিন্তু আজ আমাদের বড় দুর্গতি।
আমাদের প্রাচুর্য আমাদের কোনো উপকারে আসে না,
ইঁদুর, কুমির কিংবা চোর-ডাকাতের উৎপাতে
পর্যুদস্ত আমাদের জীবন।