দিগন্তের ঐ পূর্ব দিকে
সূর্য যখন হাসছিল,
কমলকোমল আলোর মেলা
পেলব পুলক হাসির খেলা
হাতছানিতে ডাকছিল।
শিশির ভেজা দূর্বাঘাসে
আনন্দ বাঁধ ভাঙছিল,
অদূর থেকে দোয়েল পাখি
মুগ্ধ করে দুইটি আঁখি
পাশে ছোট গাঙ ছিল।
গাঙের পাড়ে দুইটি বগা
টেংরা পুঁটি খুঁজছিল,
মাছে-বকে ঘোলা জলে
লুকোচুরি খেলার ছলে
ঠাণ্ডা মাথায় যুঝছিল।
তারই পাশে ধানের ক্ষেতে
কাজে মগ্ন কেউ ছিল,
দখিন দিকের স্নিগ্ধ বায়ু
বাড়ায় বুঝি জীবনায়ু
মাঠে সবুজ ঢেউ ছিল।