এক চালেই চেলে নেব সব
কার মুখে আছে কোন রব।
ব্যতিক্রম হলে কারো স্বরে
বের করে দেব কান ধরে।

তারপরও যদি চালো চাল,
পিটিয়ে পিঠ করে দেব লাল।
ভয়ডর থাকে যদি ভালো,
নইলে ভবিষ্যৎ হবে কালো।

দিনে দিনে হলো খুব বাড়া,
ভুলেও দিয়ো না মাথা চাড়া।
এক হুকুম সবখানে চলে,
এক আশাই বরাবর ফলে।

খুঁজিও না বেঁচে থাকার মানে,
কারো শলা নিয়ো নাকো কানে।
দিন আনো দিন খাও, বাঁচো-
যেমন বলি তেমন করে নাচো।

যদি বলি কালো তবে কালো
সাদা হলেও মেনে নিলে ভালো।
ভুলেও যদি রুখে বলো 'ভুল',
বেঁচে থাকার পাবে না আর কূল।

আমার হাতেই সংসারের হাল,
বেঁচে থাকো মেনে এক তাল।
ঠিক বেঠিক পরের কথা, শুনো-
প্রতিবাদের চিহ্ন চাই না কোনো।