তোমার বাড়ির পাশে নিঃস্ব ক'জন
ক্ষুধার জ্বালায় কাতর কে বা কারা,
এ সব জেনে তোমার কী লাভ বলো
শুধু মানসিক চাপে মস্তক হবে সারা।
কার ছেলেটা অসুস্থ, কার মেয়েটা নিরুপায়,
কার ঘরে খাদ্যাভাব, শিশুরা কেঁদে বুক ভাসায়,
এত্তো কিছু জানা তোমার কী দরকার!
সব সমস্যার সমাধান তো দিবে সরকার।
তুমি তো শুধু সামান্য লাখপতি,
দশ বিঘা জমি, গাড়ি একখানা
ফলের বাগান দুই বিঘে টানা
ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি
দুই এক দেশে করো ছুটাছুটি
তোমার মানুষের দুঃখ শোনার কী দরকার!
সব সমস্যার সমাধান তো দিবে সরকার।
'মানুষের ভোটে নির্বাচনে পায় জয়,
মানুষের দুঃখ দেখতে হবে নিশ্চয়'
তোমার কথার যুক্তি আছে ভারী
তাই তো তোমার পথ দিয়েছি ছাড়ি।
কে বেঁচে আছে কে গিয়েছে মরে
সে খবর রাখা তোমার কী দরকার!
সব সমস্যার সমাধান তো দিবে সরকার।
বহু কষ্টে কামিয়েছো যেই টাকা,
মানুষেরে দিয়ে পকেট করবে ফাঁকা!
না না, তা হবে না, তা হতে দেয়া যাবে না।
সারা দুনিয়ায় মানুষের যে ক্রান্তিকাল
সবার দুঃখ ঘুচে তুমি কী ধরতে পারবে হাল!
দু' এক জনের অশ্রু মুছে কী হবে আর!
সব সমস্যার সমাধান তো দিবে সরকার।