আজ স্নিগ্ধ বিকেল কমলকোমল
ঠাণ্ডা হাওয়ার,
ঠিক ক্লান্তিবিহীন শান্তির দেশে
হারিয়ে যাওয়ার।
স্বচ্ছ সুনীল আকাশখানা
নেই আজকে মেঘের হানা
বাতাস হলো শীতল পাখা
পরশ বিলায় আদরমাখা
যেন সময় এখন শান্তির জলে
ডুবিয়ে নাওয়ার।