সভ্যতা ক্ষয়িষ্ণু, মানুষ দ্রুতহ্রাসমান
সত্যরা বিতাড়িত, মিথ্যারা বীর্যবান।
সাধুরা কদরহীন, শনিদের মহাসমাদর
ফরিয়াদী নিপীড়িত, জালিম শক্তিধর।
মানবতা স্তিমিত, শোষণ ক্রমবর্ধমান
অধিকার দলিত, কর্তব্য দ্রুত ক্ষীয়মান।
শ্রদ্ধাবোধ নির্বাসিত, বিদ্বেষাহত মন
সরলতা নিভু নিভু, কপটতা সহাস্যবদন।
অহমিকা বিজয়িনী, বিনয় বিজিত
অভিনয় উর্ধ্বগামী, ভালোবাসা হৃত।
বিশ্বাস ভগ্নহৃদয়, সংশয় উড়ন্ত পাখি
পৃথিবীর এই হালে অশ্রু ভরা আঁখি।