জীবনকে দুরস্ত করার সিদ্ধান্ত নেওয়া শুধু কঠিন নয়,
ভয়ঙ্কর কঠিন,
প্রাক সিদ্ধান্ত সময়ের প্রতিটি মুহূর্ত যেন কুরুক্ষেত্রের এক একটি অধ্যায়।
দেহঘড়ি সর্বদাই চায় আরামের জীবন,
এ দিকে আরামের ঘনিষ্ঠ বন্ধু হলো আলস্য
আর আলস্য ব্যর্থতাকে আলিঙ্গন করতে খুব ভালোবাসে।
শুদ্ধ হওয়ার আগে শুদ্ধ জীবনের স্বাদ বড় তিক্ত লাগে,
শুদ্ধ হওয়াটা তখন অসহনীয় ভারী পাথর কিংবা
অলঙ্ঘ পাহাড়ের মতো মনে হয়।
কিন্তু আত্মশুদ্ধির ব্যাপারে একবার যদি সিদ্ধান্ত নেওয়া যায়
অস্থিমজ্জার ভেতর পর্যন্ত জীবনের স্বাদ অনুভূত হয়।