পৃথিবীর প্রান্তে প্রান্তে শনির আখড়া
মোড়ে মোড়ে ওঁত পাতে হায়েনা শেয়াল,
রক্ষকরূপী ভক্ষক দারুণ তাগড়া
গড়ে তুলে বিদ্বেষের অলঙ্ঘ্য দেয়াল।
ভাঙনের অস্ত্র দেয় মানুষের হাতে
আহমকেরা সে অস্ত্রে মনে করে ফুল,
হানাহানি সৃষ্টি করে জাতে আর জাতে
অশান্ত করেছে এই ধরণীর কূল।
ফিরবে কি শান্তি কভু? মনে জাগে ভয়,
থামানো যাবে কী হায় মানবের লয়!
শুনো হে বিবেকবান, তুমি কর্ণধার
লাগাও কাজে তোমার বিবেকের ধার।
সত্য-ন্যায়ের মশাল তুলে ধরো হাতে
ভালোবাসার বন্ধনে বাঁধো সব জাতে।