পিঁপড়ের মতো সঞ্চয়ী হও
মৌমাছি হও গুণে,
স্বাধীনচেতা বাবুই যেমন
আপন বাসা বুনে।

মাটির মতো সহিষ্ণু হও
নেই গুণে তার কমি,  
নিজের বক্ষ উজাড় করে
শস্যে ভরায় জমি।

গাছের মতো নিখাদ বন্ধু
হতে পারো হেসে,
ছায়া দিয়ে মায়া দিয়ে
পরম ভালোবেসে।

মনটি করো বৃহৎ-বিমল
নীল আকাশের মতো,
পাহাড়ের ন্যায় অটল হয়ে
লক্ষ্যে থাকো রত।

বিশ্বজোড়া জীবের জগৎ
অভিজ্ঞতায় রেখে
জ্ঞানবান লোক সারা জীবন
সহস্র গুণ শেখে।