খুব সেয়ানা, তালে নীরব
তিলে পিটায় ঢোল,
কায়দা করে ফায়দা তুলতে
বাঁধায় গণ্ডগোল।