কেন, বন্ধু, বসে আছো বেজার মুখে!
কী দুঃখ চাপা আছে তোমার বুকে?
সোনার পাল্লায় মেপে
রেখো না দুঃখ চেপে
অন্ধকারের দিকে যেয়ো না ঝুঁকে।
জানি, ভেঙেছে স্বপ্ন তোমার, মরেছে অভিলাষ;
তাই বলে পুরো জীবন করবে বিনাশ!
জীবনের বাঁকে বাঁকে
নানা রূপ লুকিয়ে থাকে
তারই মাঝে এক রূপ দেখে হয়ো না হতাশ।
সৃজিলেন পৃথিবী প্রভু বিচিত্র করে,
আশা ভঙ্গ হলেই যেয়ো না ডরে।
নবতর উদ্যমে
কর্মে যাও জমে
সহসা দেখবে আলো দু'চোখ ভরে।