‌চিত্ত চলে সাগরজলে  
মনবলাকা গল্প বলে,
উচ্ছ্বসিত কল্পনারা
সাগরতীরে দৌড়ে চলে।
সাদা বালুর বীচের পাড়ে
ভ্রমণপ্রিয় মানুষ বাড়ে,
জলের নাচে জোয়ার ভাটা
পাগলপারা হৃদয় কাড়ে।
রাতের দিকে সাগর দেখে
মনের কবি কাব্য লেখে,
নিঃশব্দে গল্প চলে
নীরবতায় সবক শেখে।
সাগরতীরে লোকের মেলা
পুলক জোড়ে নাচের খেলা,
সঙ্গী হলে পরাণপ্রিয়া
ধুলোয় নামে মেঘের ভেলা।
ভোর সকালে তাকাই পুবে
সূর্যোদয়ে ক্লান্তি উবে,  
সারাদিনের ঘুরার শেষে
রূপচাঁদাতে মনটা ডুবে।