তুমি এখন রাজাধিরাজ
হাতের মুঠোয় বিশ্ব,
আঁধার আলোর তফাৎ ভুলে
হতে পারো নিঃস্ব।
ওই অদূরেই চাকচিক্য
হাতছানিতে ডাকে,
লাল নীল রং ঝিকঝিক করে
কণ্ঠ ছেড়ে হাঁকে।
ক্ষণিকের সুখ গা লাগিয়ে
আসন পেতে আছে,
কৃত্রিম হাসি মুখে টেনে
চায় সে পেতে কাছে।
মন বিবেকের দ্বন্দ্ব জোড়ে
বোঝায় কোমল হাতে,
অতৃপ্তির তৃষ্ণা পেলেই
সার্থক ফাঁদ পাতে।
পথ সব খোলা ভাবনা তোমার
কোন দিকে ভাই যাবে,
যেদিকেই যাও ঠিক নিয়মে
পাই পাই ফল পাবে।