খাঁ খাঁ রোদেও অপরূপ রূপ-
দিগন্তজোড়া মাঠের পরে
সোনালী ধান উপচে পড়ে
দেখে সে ধান
নেচে ওঠে প্রাণ
কৃষাণের মুখে হাসি-
বাংলাদেশের রূপ অক্ষয় অবিনাশী।
গাছে গাছে ফল
ফলে ফলে রস
কাঁঠাল আর আম
প্রাণ করে বশ
তৃপ্তির ঢেঁকুর তোলে গড়াগড়ি করি
গ্রীষ্মের দুপুরে।
বর্ষা এলে টুটে হাহাকার
প্রাণ ফিরে পায় মাটি,
দিক-দিগন্তে মনে হয় যেন
ঘন সবুজের ঘাঁটি।
রিমঝিম রবে
মেতে উঠে সবে
মাঠ সরোবর
জলে ভরভর
থৈ থৈ জলে
দাদা বাবা ছেলে
মাছ ধরে ফিরে ঘরে।
-এ দৃশ্য আবহমান গ্রাম বাংলার ছবি।