এই দেখো না মাঠের গায়ে
কেমন শ্যামল চাদর,
কমলকোমল শিশির মেয়ে
বুলায় আলতো আদর।

ওই দিকটায় চোখ মেলে চাও
মূক সংগীত গেয়ে  
রোদের শরীর ভিজায় হেসে
মেঘের চপল মেয়ে।

ফুলের বনে প্রজাপতির  
ওই দেখো না আসর,
আজকে ওরা সাজিয়েছে
ছাতিম ফুলের বাসর।

কী যেন এক মিষ্টি গন্ধ
হাওয়ার রথে ঘুরে
ডাকছে খেতে নেমন্তন্ন
তালের রসের গুড়ে।

আকাশ থেকে পদ্মরঙের
পরশ পড়ে বেয়ে,
রূপকথা নয়, দুচোখ মেলে
নিজেই দেখো চেয়ে।