সূর্য গেছে অস্তাচলে চাঁদ ওঠে না বহুদিন,
মোমবাতির কাছে আমার জমে আছে হাজার ঋণ।