প্রেম-প্রয়োজন আজিব বাঁধন
বন্ধু হে, জেনে নিয়ো,
বিপদের দিনে যাকে মনে পড়ে
সে-ই তো তোমার প্রিয়।