১.
'পৃথিবীটা মানুষের' বলা আজ ভার,
আত্মতুষ্টি আত্মসুখ কামনা সবার।
স্বার্থের লীলাখেলায় ডুবে আছে সব
অন্যের অসুবিধার ধারে নাকো ধার।
২.
নিজ মত প্রতিষ্ঠায় দারুণ সেয়ানা,
অন্যের কথা শোনায় আছে বড় মানা।
মানবতা পরহিত যায় দ্রুত ক্ষয়ে
শত শত অনাচার মেলে আছে ডানা।
৩.
আপনার সুখ হিত জীবনের লক্ষ্য
দিনে দিনে ছোট হয় প্রসারিত বক্ষ।
অন্তরের কঠোরতা মাথা চাড়া দিয়ে
স্বার্থের খেলায় হাত হয়ে গেছে দক্ষ।
৪.
যত পায় আরো চায় ঘুচে না অভাব
দিনে দিনে যাচ্ছে হয়ে বিরাট নবাব।
আরাম আয়েশ প্রিয় পরিশ্রম বিনে
লাগামহীন জীবনে কী আছে জবাব!
৫.
ভালোবাসা ধীরে ধীরে মরে গেল হায়!
আগুনের তাপ দেখি স্নেহের ছায়ায়।
হৃদয়েতে ওঁত পেতে হায়েনা শেয়াল
মানবীয় গুণাবলী ছিঁড়ে ছিঁড়ে খায়।