প্রভু, অর্থ এবং অর্থের অভাব
এ দুইয়ে আমি ভীষণ ভয় পাই।
ধরাধামের পরখালয়ে যতদিন বেঁচে আছি
ওগো, এদের হতে খুব করে পানাহ চাই।
অর্থ হলো অনর্থের মূল
আর অভাবে স্বভাব নষ্ট,
সুখ আমি চাই না কভু,
একটু শান্তি দিও; করোনা পথভ্রষ্ট।
জীবন লীলা সাঙ্গ হবার আগে
এই হৃদয়ের গহীন কুসুমবাগে
- প্রজাপতি, অলি, মধুলেহী যেমন খেলে ফুলে -
চেতনারে মোর রেখো গো সতত জ্বেলে।
ভেদাভেদ ভুলে উঁচু-নিচু, সাদা-কালো
মানুষেরে যেন বাসতে পারি গো ভালো।
অর্থ আর অভাব ভীষণ দুষ্টু জানি,
চেতনারে মেরে ফেলে রেখে আনে গ্লানী।
তাই তো চাই এদের হতে মুক্তি,
দাও গো প্রভু এই হৃদয়ে শক্তি।