ধানের শিষে প্রাণ এসেছে
বাতাস ছড়ায় ঘ্রাণ,
তাই না দেখে চাষির মনে
বইছে খুশির বান।