'পপকর্ন! ভাজা আছে!'
হেঁকে হেঁকে চলে,
এক প্যাক কিনে নিতে
অনুনয়ে বলে।
বাসে ওঠে যাত্রীর
চোখে চোখ রেখে,
মচমচে পপকর্ন
সাধে একে একে।
সারাদিন একই কাজ
ক্লান্তিতে সারা,
কেউ কিনে কেউ দেয়
নির্বাক তাড়া।
তবু তারা প্রতিদিন
পপকর্ন বেচে,
পথে পথে বাসে ট্রেনে
ক্রেতাদের যেচে।
ভিক্ষার থলে নিতে
বিবেকের বাধা,
এই সব লোক থেকে
কিছু কিনো, দাদা!