সকাল বেলার মিঠেল রোদে
চুপটি করে থাকি,  
রোদ নয় গায়ে কমলকোমল
কাঁচা সোনা মাখি।

কোমল পরশ জগত জুড়ে
প্রাণের দুয়ার খোলে,
পাতায় পাতায় সোনা রংয়ের
আনন্দরা দোলে।

সকাল সকাল কিরণ যেন
আদর হয়ে ঝরে,
ঘাসের ডগায় শিশির কণা
উল্লাসে গান ধরে।

শিরশিরিয়ে ওঠে শরীর
নতুন পরশ পেয়ে,
মন পাড়ি দেয় ভাবের জগত
খুশির তরি বেয়ে।

প্রকৃতিতে খুঁজি আমি
পেলবতার হাসি,
সেই হাসিতে মন বলাকার
সকল ক্লান্তি নাশি।